হরিশ্চন্দ্রপুর

জাতীয় সেরা শিক্ষকের সম্মান পেলেন শিক্ষক অভয় চক্রবর্তী

 

জাতীয় সেরা শিক্ষক পুরস্কার পেলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামের শিক্ষক অভয় চক্রবর্তী। গত ২৫ তারিখ কলকাতার বেহালায় শরৎ সদন ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে তাকে সম্মানিত করা হয়। এদিন ওয়ার্ল্ড চ্যারিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামক এক সংস্থার পক্ষ থেকে তার হাতে মানপত্র, মেডেল ও মোমেন্ট তুলে দেওয়া হয়।

    শিক্ষক অভয় চক্রবর্তী বলেন আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আমার এই সম্মাননা উৎসর্গ করছি হরিশ্চন্দ্রপুর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক শর্মিলা ঘোষ মহাশয়া এবং আমার প্রিয় ছাত্র-ছাত্রীদের। অভয় চক্রবর্তী হরিশ্চন্দ্রপুর সার্কেলের পিপলা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে ২০১৭ সাল থেকে সহ-শিক্ষক হিসেবে কর্মরত। শিক্ষক হিসেবে তার শিক্ষাদানের পাশাপাশি ছাত্র-ছাত্রী সহ অভিভাবকগনকে সচেতন করা এবং সমাজ গড়ে তোলায় হচ্ছে মূল লক্ষ্য। কারণ শিক্ষকই হল সমাজ গড়ার মূল কারিগর। একজন শিক্ষকই পারে সুশিক্ষা দান করে সমাজকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। তাই তার ভীষণ ইচ্ছে একজন আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তোলা। তিনি এই সম্মান পাওয়ায় ভীষণ খুশি তার পরিবারও।